গুইমারাতে নিষিদ্ধ সংগঠন আ. লীগ সভাপতি আটক
গুইমারাতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ নেতা জনার্ধন সেনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে গুইমারা থানার এসআই শিবব্রত দাসের নেতৃত্বে গুইমারা থানার রামসু বাজার থেকে জনার্দনকে (৫৪) আটক করা হয়।
জানা গেছে, তিনি একই সঙ্গে গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গুইমারা উপজেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ও গুইমারা সদর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পিতার নাম নিতাই চন্দ্র সেন। তার বিরুদ্ধে গুইমারা থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলে পরবর্তী কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। সম্প্রতি গুইমারাতে এক ধরনের প্রকাশ্যেই ছিলেন আওয়ামী লীগের এই নেতা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আটকের ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।