কোম্পানীগঞ্জে প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল মেম্বারের (৫০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের নানা স্থানে কুপিয়ে জখম ও হাত-পা ভেঙ্গে দেয়।
গত শুক্রবার রাত ১০টায় চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তার নিজ বাড়ির দরজায় দোকান ঘরের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল জলিল চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের মেম্বার এবং ওই এলাকারক মৃত নুর মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জলিল মেম্বার শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করে। স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। সন্ত্রাসীরা তার শরীরের কয়েকস্থানে কুপিয়ে জখম করে হাত-পা ভেঙ্গে দেয়। তার চিৎকার শুনে চতুর্দিক থেকে লোকজন আসার পর সন্ত্রাসী পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরতর হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আজ রবিবার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’