কানের লাল গালিচায় বাংলাদেশি সিনেমার ঐতিহাসিক মুহূর্ত
সিনেমাপ্রেমীদের কাছে কান চলচ্চিত্র উৎসব বরাবরই স্বপ্নের জায়গা। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে শুরু হয়েছে উৎসবের ৭৮তম আসর। এবার স্বর্ণপামের লড়াইয়ে থাকছে লাল-সবুজের বাংলাদেশ। যা দেশের সিনেমাপাগল মানুষের জন্য অনেক বড় একটি পাওয়া। কানে বাংলাদেশের সিনেমা- এই স্বপ্নটা পূরণ করেছিলেন ২০০২ সালে প্রয়াত নির্মাতা তারেক মাসুদ। সেসময় তার ‘মাটির ময়না’ প্যারালাল সেকশন ‘ডিরেক্টর ফোর্টনাইট’-এ নির্বাচিত হয়।
এরপর দীর্ঘ বিরতি, ২০২১ সালে কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। যা ছিল বাংলাদেশের সিনেমার কানের মূল কাঠামোয় প্রথম প্রবেশ!
তবে মূল প্রতিযোগিতা বিভাগে- যেখানে স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য সব বিভাগের নির্ধারিত সংখ্যক সিনেমা আন্তর্জাতিক বিচারকের রায়ে প্রতিদ্বন্দ্বিতা করে- সেখানে প্রথমবার স্থান পেয়েছে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এটি কানের ৭৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০২৫ সালের কান উৎসবে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্মের মধ্যে থেকে বেছে নেওয়া ১১টি সিনেমার তালিকায় রয়েছে বাংলাদেশি ‘আলী’। যা বাংলাদেশি সিনেমার জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া এটাই প্রথম বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
‘আলী’ নিয়ে কানে যোগ দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুসহ কয়েক সদস্যের দল। গতকাল শুক্রবার কানের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে আদনান আল রাজীব ও কামরুল হাসান খসরুকে। লাল গালিচায় তাদের হেঁটে যাওয়ার দৃশ্যটি ইতোমধ্যেই দেশীয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বিশেষ করে বাংলাদেশি দর্শক, সিনেমাপ্রেমী এবং তরুণ নির্মাতাদের মাঝে এই দৃশ্য বেশ নাড়া দিয়েছে। ক্লিপটি শেয়ার করে অনেকে বলছেন, ‘আলী’ টিমের এই অর্জন নতুন করে স্বাধীন ধারার সিনেমাপ্রেমীদের অনুপ্রেরণা জোগাবে।