সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ আটকে দিল পুলিশ

অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৫, ১৩:২৮
শেয়ার :
সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ আটকে দিল পুলিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকদের সচিবালয় অভিমুখে করা লংমার্চ আটকে দিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার পরে এ ঘটনা ঘটে।

 এর আগে আজ সকাল থেকে গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকরা। বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে লংমার্চ শুরু করেন ইশরাকের সমর্থকরা। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ এতে বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি ফের নগর ভবনের সামনে ফিরে আসে।

এ সময় বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’— এমন স্লোগান দেন।

এর আগে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা কর্মসূচি দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

পরে গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

এ অবস্থায় ইশরাকপন্থীরা অভিযোগ করছেন, তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।