বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বি,এইচ,আই,এস অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৯ টায় টঙ্গীর দত্তপাড়া এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা গত এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সকাল ১০টা ১৫ মিনিটে শিল্পপুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।
১ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।