রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

রাজারহাট প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১২:০৪
শেয়ার :
রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনের অদূরে রেল ক্রসিংয়ের দুই নম্বর লাইনটির স্লিপারের নিচের মাটি ধ্বসে পড়েছে। যেকোনো মুহূর্তে রেল ক্রসিং করতে আসা ট্রেন দুর্ঘটনায় কবলিত হতে পারে বলে এলাকাবাসীরা আশংকা করছেন। 

এলাকাবাসীরা জানান, রাজারহাট রেল স্টেশনের পাশে ট্রেনক্রসিং করার জন্য আড়াআড়িভাবে দুইটি রেললাইন রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সকালে পথচারীরা ট্রেন ক্রসিংয়ের জন্য দুই নম্বর লাইনের পূর্বপাশ্বে দেড়শত গজ দুরে একটি পুকুরের পাশে লাইনটির স্লিপারের নিচের ২০ গজ মাটি সম্পূর্ণ ধ্বসে পুকুরে চলে যায় বলে দেখতে পান। ফলে লাইনটির নিচে ফাঁকা হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়।  

এর আগে গত বুধবার রাতে মুসলধারে বৃষ্টিতে মাটি সরে যায় বলে ধারণা করছেন এলাকাবাসী।

মন্টু মিয়া নামের এক পত্রিকা হকার বলেন, ‘আমি সকালে লাইনের ওপর দিয়ে হাঁটার সময় এ দৃশ্য দেখতে পাই। ওই লাইনটির ওপর দিয়ে ট্রেন চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। অথচ পুকুরের পাড়ে গাইডওয়াল দেওয়া আছে।’

এ ব্যাপারে রাজারহাট রেল স্টেশন মাষ্টার সুমন মিয়া বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি দেখার পর রেল ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে।’