বাড়ির সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১১:০৯
শেয়ার :
বাড়ির সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

টুঙ্গিপাড়া-রাজশাহী রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টঙ্গীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিমউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মাসুদ মোল্লা। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসেন। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। 

রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান কুমার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’