ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক নারী নিহত
রাজধানীর বনানী থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মৃতের বয়স আনুমানিক (৩৫) বছর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, গুরুতর আহত অবস্থা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৪টায় ওই নারীর মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানিয়েছেন, রাত আনুমানিক ২টার দিকে বনানী ২৩ নম্বর রোডের বিপরীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি জানান, তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে দেখে মনে হয় ভবঘুরে প্রকৃতির। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।