রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
খাগড়াছড়ির রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।
অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো. গিয়াস উদ্দিনকে ১ হাজার, মো. সুফাতকে 1 হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে 2 হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দসহ রামগড় থানার এসআই মো. আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন।