শিশুসহ ১৪ জনকে পুশইন করল বিএসএফ

কুলাউড়া প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৭:৩৬
শেয়ার :
শিশুসহ ১৪ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১৪ জনকে পুশইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো. জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), ৫ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (৭) ও হালিম (১)।

তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় বলে জানান মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে। পরে সীমান্তবর্তী এলাকা থেকে সকাল ১০টার দিকে মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে ক্যাস্পে নিয়ে যায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। গতকাল বুধবার ভারতীয় পুলিশ তাদের আটক করে দায়িত্বরত বিএসএফ’র হাতে তুলে দেয়। পরে একই দিন রাতে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ১৪ জনকে ভারত থেকে পুশইন করা হয়। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন।