টি-সিরিজে ইশতিয়াক আহমেদের গান

বিনোদন প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১৬:৪৪
শেয়ার :
টি-সিরিজে ইশতিয়াক আহমেদের গান

উপমহাদেশের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম টি-সিরিজের সাথে যুক্ত হলেন ইশতিয়াক আহমেদ। সুরকার ও সংগীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল, যিনি ডাব্বু নামে সমাধিক পরিচিত। তার সুর-সংগীতে গান প্রকাশিত হতে যাচ্ছে টি-সিরিজ বাংলাতে।

‘ভালোবাসা অকারণ’ শিরোনামে প্রথম গানটি গেয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজিব সারোয়ার।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক ডাব্বু বলেন, ‘কারণে অকারণে শিরোনামের একটি গান শুনে আমি ২০১৭-তে ইশতিয়াক আহমেদ সম্পর্কে জানি। এবং এরপর থেকে তার সাথে কাজ করার ইচ্ছে ছিল। এবার টি-সিরিজ বাংলার সাথে কাজ শুরু করতে গেলে তারাও এ ব্যাপারে আগ্রহ দেখায়। ফলে গানের কাজ শুরু করি। আমাদের এই গানটিও যথেষ্ট ভালো হয়েছে। শ্রোতারা ভালোভাবে নেবে।’

গানটির রেকর্ডিং হয়েছে ঢাকায় মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে। আর মিক্স-মাস্টারিংয়ের কাজ হয়েছে মুম্বাইতে। গানটি এ মাসেই অবমুক্ত করা হবে টি-সিরিজ বাংলা চ্যানেলে। এর ধারাবাহিকতায় ইশতিয়াক আহমেদের লিরিকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের আরও গান এই প্লাটফর্মে আসবে বলে টি-সিরিজ থেকে জানা গেছে।