২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু নভোএয়ারের

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১৬:১৮
শেয়ার :
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু নভোএয়ারের

সাময়িক বন্ধের পর আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। আজ বৃস্পতিবার তথ্যটি নিশ্চিত করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিজুর রহমান।

তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।’

যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে।

এর আগে, গত ২ মে থেকে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রেখেছিল নভোএয়ার।