কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১৫:৫৩
শেয়ার :
কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন—হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের ছাত্র ও ভুক্তভোগীর সহপাঠী শামীম হোসেন এবং তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ।

প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ সাংবাদিকদের জানান, আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। কলেজে ভর্তি হওয়ার পর থেকে সহপাঠী শামীম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ছাত্রীটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

২০১৬ সালের ১৫ মার্চ সকাল ১১টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার সময় কলেজ গেটে পৌঁছালে শামীম, নাজমুল ও জিলকদ একটি মাইক্রোবাসে এসে হাজির হয়। তারা জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে মাতুয়াইলে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার দুই দিন পর, ১৭ মার্চ ভুক্তভোগীর মা যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের মধ্যেই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত আজ রায় ঘোষণা করেন।