বদরগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
বদরগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে উর্মিলা (৬০) নামে এক বৃদ্ধা নারীর অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে পড়ে ছিল ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বদরগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উর্মিলার স্বামী তোজাম্মেল হোসেন দ্বিতীয় বিয়ে করে অন্যত্রে থাকেন। তাদের আনারুল ইসলাম নামে এক ছেলে রয়েছে। আনারুল স্ত্রীকে নিয়ে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে একাই থাকতেন উর্মিলা। তার মাথার সমস্যা ছিল। এ কারণে তার বাড়িতে এলাকার কেউ যেতেন না। আজ দুর্গন্ধ ছাড়ার পর প্রতিবেশিরা বাড়িতে গিয়ে বিছানায় উর্মিলার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

এলাকাবাসীর ধারণা, উর্মিলা নিজ ঘরে ৪-৫দিন আগে মারা গেছেন।   

আজ দুপুর ২টায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরিবারের কাউকে এখনো পাওয়া যায়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’