সদরপুরে ধর্ষণের পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর হত্যা মামলার আসামী ছবুরকে (৪৮) গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। এছাড়া মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল বেপারীকেও (২৬) গ্রেপ্তার করে পুলিশ। দুই জনকে আজ দুপুরে হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার আকোটের চর ইউনিয়নে খালাসী ডাঙ্গী ও চরবিষ্ণপুর ইউনিয়ন সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার ছবুর (৪৮) উপজেলার আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাছির উদ্দীন খালাসীর ছেলে ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত রবিউল বেপারী (২৬) উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের অভিযান অব্যহত রয়েছে।’