পোস্টার প্রকাশ, আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন
তরুণ প্রজন্মের কছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় এই সিরিজের শেষ সিজন (৪) প্রচার হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। এরপর থেকেই দর্শকদের নানা প্রশ্ন- কবে আসবে ‘ব্যাচেলর’র পরবর্তী সিরিজ?
অবশেষে সুখবর দিলেন নির্মাতা অমি, প্রকাশ করলেন নতুন সিজনের পোস্টার। গতকাল বুধবার বিকেলে প্রকাশিত হয় ‘ব্যাচেলর’ নতুন সিজনের ফার্স্টলুক ও পোস্টার।
প্রকাশিত ফার্স্টলুকে দেখা গেছে সব পরিচিত মুখ- শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই এবং চাষী আলম ওরফে হাবু ভাইকে। চরিত্রগুলোর ফিরে আসায় উচ্ছ্বসিত ভক্তরাও। যার প্রমাণ মেলে নেটদুনিয়ায়। এখনও প্রশ্ন রয়ে গেছে, কবে থেকে প্রচার হবে নতুন সিজন?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা কাজল আরেফিন অমি জানান, এখনও শুটিং চলছে। দর্শকদের জন্য বড় চমক থাকছে এবার। শিগগিরই প্রচারের তারিখ জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অমি আরও বলেন, ‘একটা সিজন শেষ করার পর চাইলেই সাথে সাথেই নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে বৈচিত্র্য থাকবে না। আমি চাই, প্রতিটি সিজনে দর্শক নতুন কিছু পাক। এজন্যই সময় নিয়ে চিন্তা করে, রিসার্চ করে পরিকল্পনা করি। তবে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা বলতে পারি।’
এদিকে, নতুন সিজনের প্রোমোশন ও আপডেটের জন্য ইউটিউবে ‘বুম ফিল্মস’ নামে একটি চ্যানেল চালু করা হয়েছে। এখানে ব্যাচেলর পয়েন্টসংক্রান্ত সবকিছুই পাওয়া যাবে বলে জানান নির্মাতা কাজল আরেফিন অমি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’