সন্ত্রাসী হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকর্মী আহত
সাভারে সীসা কারখানার মালিক শ্রমিকদের হামলায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকর্মী।
এদের মধ্যে চার জনকে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও অবশিষ্টদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন এনসিপির শ্রমিক উইং-এর কেন্দ্রিয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্য বিরোধী আন্দোলনের সাভার উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সানভী (২৩), সিনিয়র মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪), সিটি ইউনির্ভাসিটি শাখার সদস্য সচিব তাওহিদুল ইসলাম শান্ত (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
এলাকাবাসী জানান,গতকাল বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আশুলিয়ার শিমুলিয়া রাঙামাটি এলাকায় বেড়াতে যান। সেখানে স্থানীয়রা তাদের জানান,পরিবেশ দূষণকারী একটি সীসা কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
হাসপাতালের শয্যায় আহত ছাত্র নেতা হৃদয় হাসান বলেন, ‘এ ব্যাপারে ছাত্র নেতাদের হস্তক্ষেপ কামনা করার পর তারা ওই সীসা কারখানায় গেলে একাধিক গণমাধ্যম আমাদের প্রভাবিত করার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর আমাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।’
এদিকে আহতদের মধ্যে অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।