শাহবাজ শরীফের প্রস্তাব গ্রহণ করলেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন দেশটির কারাবন্দী সাবেক নেতা ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার আদিয়ালা জেলে বন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সে সময় তিনি সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দিলে ইমরান খান তাতে সম্মতি জানান। তবে আলোচনাটি সম্মুখে নয় বরং গোপনীয়ভাবে করার কথা জানিয়েছে ইমরান খান।
ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।
এবার দুই নেতার সংলাপের সম্ভাবনা তৈরি হলো।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস