ইশরাককে মেয়র পদে বসানোর দাবি /

দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৫, ১১:১৪
শেয়ার :
দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

এর আগে সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। 

তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নানা টালবাহানার মাধ্যমে ইশরাকের শপথ গ্রহণ বিলম্বিত করা হচ্ছে।

শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে বলেও জানান কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করেন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানায় বিএনপি।

গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছালে কমিশন ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ কমিশন। তবে এখন পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি বা ইশরাকের শপথ গ্রহণের কোনো উদ্যোগ দেখা যায়নি।

সংশ্লিষ্ট মহলের অনীহা এবং দীর্ঘসূত্রীতায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে সাধারণ নাগরিকদের একাংশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নগর ভবনের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।