মেক্সিকোতে তিন গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ১০:৫১
শেয়ার :
মেক্সিকোতে তিন গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ২১

সংগৃহীত ছবি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে ১৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার ওসাকা ও পিউবলা রাজ্যের সংযোগ সড়কে একটি ট্রাক, যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, একটি সিমেন্টবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাস ও ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকান সংবাদমাধ্যম লা জর্নাডা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টো লেনে উঠে পড়ে এবং যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি আরেকটি ভ্যানের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে দগ্ধ হয়।

সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোয়া উড়তে দেখা গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকোর দুর্গম ও পাহাড়ি এলাকায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরের মার্চে ওসাকায় একটি বাস উল্টে গিয়ে ১১ জনের মৃত্যু হয়। এর আগের বছর একই এলাকায় বাস খাদে পড়ে প্রাণ হারান ২৯ জন।