কূটনীতিকদের সম্মানে মঈন খানের বাসায় নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৫, ০৯:১৩
শেয়ার :
কূটনীতিকদের সম্মানে মঈন খানের বাসায় নৈশভোজ

আগত অতিথিদের সঙ্গে কথা বলছেন ড. আব্দুল মঈন খান। সংগৃহীত ছবি




ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের বিদায় উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার রাতে এই ভোজ অনুষ্ঠিত হয়। 


নৈশভোজে অংশ নেন- ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদুত রাষ্ট্রদূত মাইকেল মিলার ও দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদুত পার্ক ইয়ং-সিকসহ ১২টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতগণ।


নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়েছেন মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট খন্দকার রোখসানা।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নৈশভোজে দেশের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে।