ছাগলনাইয়ায় মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
ফেনীর ছাগলনাইয়ায় নুসরাত জাহান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গতকাল বুধবার এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা সামছুল করিম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (৬৫১) করেছেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের সামছুল করিমের মেয়ে। তিনি ছাগলনাইয়া থানা পাড়ার খোলাফায়ে রাশেদিন মহিলা মাদ্রাসার ছাত্রী।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর পিতা সামছুল করিম জানান, পড়াশোনায় অমনোযোগী থাকায় পরিবারের পক্ষ থেকে তার পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিলে তিনি প্রাইভেট ও লজিং থেকে নিজের পড়াশোনার খরচ বহন করবে বলে জানান। পরবর্তীতে গত মঙ্গলবার সকাল পৌনে ৯টায় মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলে আর বাসায় ফিরেননি ওই ছাত্রী। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো কালো বোরকা, কালো স্ক্র্যাপ, কাঁধে ছিল কালো ব্যাগ।
যদি কোনো ব্যক্তি নুসরাত জাহানের খোঁজ পেয়ে থাকেন, তাহলে তাদের ব্যবহৃত ০১৬১৫০১১৬৫৫,০১৮১৫৪৯৭৯১২ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে ।