শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের, তীব্র যানজটে ভোগান্তি সাধারণ মানুষের

অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৫, ২০:২৩
শেয়ার :
শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের, তীব্র যানজটে ভোগান্তি সাধারণ মানুষের

ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রিতে (পাস কোর্স) উন্নীত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করতে ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তারা।  বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে দুপুর ২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

এদিকে, তিন দফা দাবিতে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা পদযাত্রা করেন। পুলিশের বাধার মুখে তারা কাকরাইলে অবস্থান নেন।

দুই ঘটনার জেরে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।