খেলার মাঠে ‘নাদান’র পোস্টার উন্মোচন
শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’র মাঠে নতুন সিনেমার পোস্টার উন্মোচন করলেন নির্মাতা ফরহাদ হোসেন। সিনেমার ‘নাদান’, মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে।
ফরহাদ হোসেন বলেন, ‘ডিরেকশন টাফ জব। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করলেও বুঝিনি ডিরেকশন এত কঠিন। অনেকদিনের ইচ্ছে ছিল নিজেই পরিচালক হবো। এখন কাজ শেষ, ফলাফল দেবেন দর্শক। আর “নাদান” অ্যাকশন ও রোমান্টিক ড্রামার সিনেমা। এর গল্প অনুযায়ী যে চরিত্রে যাকে দরকার তাকেই নিয়েছি। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।’
‘নাদান’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভোন, ইরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা জানান, গত বছর বান্দরবানের থানচি ও রিমাক্রি পাহাড়ি এলাকায় ‘নাদান’র শুটিং সম্পন্ন হয়েছে। পুলিশ ও পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে এটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ফরহাদ হোসেন এর আগে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’, ‘ইতি চিত্রা’, ‘তালাশ’, ‘ক্যাসিনো’সহ ২০-২৫টি সিনেমার ডিওপি ছিলেন! ‘নাদান’র মধ্যদিয়ে প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখালেন তিনি।