বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ঢাকা মহানগর উত্তরের শাহ আলী থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস. এম কায়সার পাপ্পুর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের সিদ্ধান্ত অনুযায়ী শাহ আলী থানা বিএনপির আহ্বায়ক এস.এম কায়সার পাপ্পুর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার