বিড়ালকে মারধরের অভিযোগ পিয়ার, গ্রামীণফোন ও এরিস্টোফার্মার দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৫, ১৩:০০
শেয়ার :
বিড়ালকে মারধরের অভিযোগ পিয়ার, গ্রামীণফোন ও এরিস্টোফার্মার দুঃখ প্রকাশ

গ্রামীণফোনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার স্ত্রী ওষুধ কোম্পানি এরিস্টোফার্মার কর্মকর্তা ও গৃহপরিচারিকার বিরুদ্ধে পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। আর তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ঘটনার প্রেক্ষিতে বিবৃতিও দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও ওষুধ কোম্পানি এরিস্টোফার্মা।

৫ মাসের একটি বিড়াল ছানাকে রড দিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পিয়া বলেন, ‘গ্রামীণফোনের প্রতি আমার সবসময়ই শ্রদ্ধা রয়েছে, বিশেষ করে তাদের বিজ্ঞাপনে তারা প্রাণীদের প্রতি যে সহানুভূতি প্রদর্শন করে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু কাজী হাসান মাহমুদ (গ্রামীণফোনের উপ-পরিচালক) এবং তার স্ত্রী এরিস্টোফার্মার লিমিটেডের ফারহানার নিষ্ঠুরতা সকলের সামনে আসা উচিত। আমি আন্তরিকভাবে আশা করি এই দুটি উল্লেখযোগ্য সংস্থাই যথাযথ পদক্ষেপ নেবে অথবা অন্তত এই ব্যক্তিদের একটি ইতিবাচক বার্তা দেবে, ক্ষতির পরিবর্তে সহানুভূতিশীলতাকে উৎসাহিত করবে। এই মুহূর্তটিকে দয়া দেখানো এবং অনুপ্রাণিত করার একটি মুহূর্ত হিসেবে বিবেচনা করা যাক, যাতে পরের বার কোনো প্রাণীকে মারধর করার পরিবর্তে, আমরা ভালোবাসা প্রদর্শন করতে পারি।’

বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘটনা ঘটেছে দুপুর ২:৩০টার দিকে। ইলমার ছোটভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন প্রতিবেশী কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং তার স্ত্রী ফারহানা খানম (অ্যারিস্টোফার্মার উচ্চপদস্থ কর্মকর্তা)-এর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করে এবং তখনই বুঝতে পারে- এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।’

এই ঘটনার প্রমাণাদি রয়েছে দাবি করে পিয়া বলেন, ‘ইলমার হাতে রয়েছে ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপস, ছবি এবং গৃহকর্মী মজিদার নিজের মুখে দেওয়া স্বীকারোক্তি- সে ভবনের নিরাপত্তা প্রহরীদের সামনে বলেছে যে, ফারহানা ম্যাডামই তাকে বিড়ালটিকে মারতে বলেছে।’

বিড়ালকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিকমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। যেখানে বলা হয়েছে, ‘গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আমরা যেকোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই।’

পাশাপাশি ঘটনা পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে গ্রামীণফোন। ওই বিবৃতিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করে যে, ‘ঘটনাটি আমরা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করছি।’

একই সঙ্গে বিবৃতি প্রকাশ করেছে ওষুধ কোম্পানি এরিস্টোফার্মাও। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এরিস্টোফার্মা সব সময় সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখে এবং সকল জীবের মানবিক আচরণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের এক কর্মীর বিরুদ্ধে একটি পোষা প্রাণী আহত করার বিষয় নিয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং আমরা বিশ্বাস করি যে কোনো প্রাণীর প্রতি অসহনীয় শীল আচরণ নিন্দনীয়। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি।’