সমালোচনার মুখে মিষ্টি জান্নাত
নানা কারণে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয় দিয়ে নয়, আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন কিংবা মুখরোচক নানা কথার কারণে। তবে এবার স্টেজে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়লেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি মঞ্চ মাতিয়েছেন মিষ্টি জান্নাত। সিঙ্গাপুরে আয়োজিত একটি স্টেজ শো’তে নাচেন এই অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানের ভিডিও’র কিছু অংশ তিনি শেয়ার করেন ফেসবুকে। যেখানে দেখা যায়- গানের তালে তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতাচ্ছেন তিনি। নেচেছেন ভক্তদের সঙ্গেও।
তবে সেই ভিডিওটি নেটিজেনরা ভালো ভাবে নেয়নি। মন্তব্যের ঘরে নাচের প্রশংসা না করে সমালোচনায় মেতেছেন তারা। অনেকেই আবার এই নায়িকাকে জায়েদ খানের সঙ্গেও তুলনা করেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
একজন লিখেছেন, ‘জায়েদ খানের লেডিস ভার্সন।’ আবার কারো ভাষ্য, ‘ওরে বাবা আপনি এত কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’ কেউ লিখেছেন, ‘জায়েদ খান প্রো ম্যাক্স আল্ট্রা।’ অন্য একজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো। আর একটু বেশি কান্না করতে পারতাম।’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্যই দেখা গেছে ভিডিওটিতে।
বলা দরকার, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মধ্যদিয়ে রূপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর কাজ করেছেন আরও কিছু সিনেমায়। নায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসকও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন এই চিত্রনায়িকা। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরোটাই আদতে গুজব।