সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানের মুক্ত মঞ্চের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম।নিহতের সহপাঠীর বরাত দিয়ে তিনি জানান, গতকাল রাতে শাহরিয়ার মোটরসাইকেলে করে মুক্ত মঞ্চের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে মারামারি ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে এসআই কালাম বলেন, ‘শুনেছি, এ ঘটনায় আহত রয়েছে। তবে আমি এখনো দেখিনি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।