প্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ছুটির পরিমাণ কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষার্থীদের সামগ্রিক পরিবেশ ও আচরণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে।শুধু নৈতিক শিক্ষায় শিক্ষিক হওয়া যায় না। আমরা লেখাপড়ার মানোন্নয়নের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে আমাদের এক নম্বর টার্গেট (লক্ষ্য) হচ্ছে, ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময়টা, সেটা বাড়ান।’
তিনি আরও বলেন, ‘শিশুরা কতটুকু পড়াশোনা করেছে, স্কুলের সুবিধা কতটুকু পাচ্ছে তা নিশ্চিত করতে হবে। শুধু নৈতিক শিক্ষায় শিক্ষিক হওয়া যায় না। সামগ্রিক পরিবেশ ও আচরণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা। আমাদের সন্তানরা আক্ষরিক অর্থে বেশি শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ভাবার্থে পড়াশোনা করা জরুরি প্রয়োজন। একজন ছাত্রকে লিখতে দিলে ভালো পারলেও, কিন্তু উচ্চারণ সঠিক ভাবে করতে পারে না।’
উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন শিক্ষক নেতা। তার ওপর নির্ভর করে প্রতিষ্ঠানের পড়াশোনার মান ও পরিবেশ। ছাত্র ও শিক্ষকের মধ্য সম্পর্ক হবে পিতা-মার চেয়েও ঘনিষ্ঠ। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য নৈতিক শিক্ষার বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানুষিক বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষায় গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের সন্তানের মাঝে বিকাশ ঘটবে।’
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান।