পদ হারালেন বিএনপির ২ নেতা
বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দলটির পক্ষ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএনপির পদ হারানো দুজন হলেন ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মাসুদ করিম মোল্লা ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ সহসভাপতি মাসুদ করিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিস্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার