স্বেচ্ছাসেবক লীগের নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১৯:২৩
শেয়ার :
স্বেচ্ছাসেবক লীগের নেতা কারাগারে

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্বনির্ভর সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গজল এলাকার ইউসিসিএ কার্যালয় চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইসতিয়াক আহমেদ ডলার নাটোর শহরের হাফরাস্তা এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যা ও বিস্ফোরকসহ দুই মামলায় আজ সকালে ডলারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’