কান চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’!
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বাংলাদেশ সময় আজ রাত ১১ টা ১৫ মিনিটে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এবারের আসরে অংশ নিতে ইতিমধ্যেই কান সমুদ্রসৈকতে পৌঁছে গেছেন বিশ্বের সিনেমাপ্রেমীরা।
কান চলচ্চিত্র উৎসব সিনেমার প্রতিযোগিতা যতটা, ঠিক ততটাই তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতাও। জমকালো এই উৎসবে আমন্ত্রিতরা সুন্দর পোশাক-সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লালগালিচায়। অনেকে তো হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে।
এই বিষয়কে মাথায় রেখে কানের লাল গালিচায় এ বছর আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইনের সাথে সঙ্গতি রেখে, কান আয়োজকরা একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। এতে লেখা আছে, ‘এই বছর, কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। লক্ষ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এছাড়াও এতে বলা হয়েছে, ‘যাদের পোশাক অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে।’
সনদ অনুসারে, ‘এই দীর্ঘ এবং অতিরিক্ত প্রশস্ত পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে।’
এমনকি গালা স্ক্রিনিং চলাকালীন টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, এবারই প্রথমবার স্বর্ণপামের লড়াইয়ে থাকছে লাল-সবুজের বাংলাদেশ। কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে নির্মাতা আদনান আল রাজীবের ‘আলী’। উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপস্থিত থাকবেন নির্মাতা আদনান আল রাজীব ও তার সতীর্থরা।
এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে মোট ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি সিনেমা। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি সিনেমা, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি সিনেমা। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি, লা সিনেফ শাখায় রয়েছে ১৬টি সিনেমা। তবে এবার কোনো কোরীয় সিনেমা জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল। আজ থেকে শুরু হওয়া এই চলবে আগামী ২৪ মে পর্যন্ত।