আখাউড়ায় দুই টিকেট কালোবাজারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ট্রেনের ১৫টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলস্টেশন সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীম। তিনি ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌর মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ৯/১০ জন ব্যক্তি অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করছেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরনারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৪৩), বর্তমানে মালদারপাড়া এলাকার বাসিন্দা এবং বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)। উভয়েই আখাউড়া উপজেলার বাসিন্দা।
এ সময় তাদের দেহ তল্লাশি করে মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ট্রেনের মোট ১৫টি টিকিট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এছাড়া পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের কাছেও আরও টিকিট ছিল বলে জানা যায়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, রেল টিকিট কালোবাজারি একটি শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ। সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।