ভারতকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৫, ১৩:৫৭
শেয়ার :
ভারতকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় ‘পানি সমস্যার সমাধান না হলে’ যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে।’

ইসহাক দার বলেন, ‘ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি।’ তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।’