পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১৩:২৮
শেয়ার :
পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা সদরের ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা বাবু ( ৪০) নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১২ টার দিকে ইউনিয়নের কোলাদী বিজয় রামপুরের একটি বাগানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত বাবুল বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তার বিরুদ্ধে পাবনা ও আতাইকুলা থানায় ৩টি মামলা রয়েছে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে গতকাল সোমবার রাত ১২ টার দিকে বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গভীর রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিজেদের দলীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›েদ্বর জেড় ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পাড়ে বলে প্প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে।