স্বেচ্ছাসেবক দল নেতা ওএমএস ডিলারকে ৩ মাসের কারাদন্ড
কুমিল্লার তিতাসে ওএমএস খাদ্য ডিলার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাতে উপজেলার আসমানিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি ওএমএস-এর ৩৫ বস্তা চাল জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এই রায় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে উপজেলার আসমানিয়া বাজারে অবস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা ওএমএস-এর ডিলার জহিরুল ইসলামের গোডাউন থেকে প্রায় ৪০ বস্তা সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ নিয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি চাল জব্দের পাশাপাশি ডিলার জহিররুল ইসলামকে ঘটনাস্থলে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম আত্মসাৎ-এর উদ্দেশ্যে চালগুলো নিয়ে যাওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলামকে স্থানীয় লোকজনের সাক্ষ্যপ্রমাণ ও উপজেলা ফুড ইন্সপেক্টরের প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে ডিলার জহিরুল ইসলাম চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছি।’
কোনো ডিলার অনিয়ম করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।