শিল্পীদের ফাইনাল খেলা আজ

বিনোদন প্রতিবেদক
১৩ মে ২০২৫, ১২:৪৮
শেয়ার :
শিল্পীদের ফাইনাল খেলা আজ

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে গত ৫ মে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন আজ মঙ্গলবার, অর্থাৎ ফাইনাল। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল- গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

এদিকে, গিগাবাইট টাইটানসের হয়ে খেলছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। অন্যদিকে স্বপ্নধরা স্পারটান্সে আছেন শ্যামল মাওলা, জয় চৌধুরী, দীপা খন্দকার, জাকিয়া সুলতানা কর্নিয়া প্রমুখ।

এর আগে, বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। চারটি টিমের মেন্টর হিসেবে আছেন- নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্ণিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।