বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন জিকে গার্মেন্টস নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
অবরোধের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান,সাভারের রাজাশন রোডে অবস্থিত ওই কারখানাটির মালিক পক্ষ ২ মাস ধরে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বকেয়া রাখায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেন। পরে সকাল ১০টার দিকে মিছিল নিয়ে তারা মহাসড়কে নেমে এলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশ -১ এর পরিচালক পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তারা নানা সংকটের কথা বলে বেতন বকেয়া রেখেছেন। শ্রমিকদের মহাসড়ক ছেড়ে কারখানায় ফেরার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।