পেকুয়ায় অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার দেওয়া তথ্য মতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মনুকে গ্রেপ্তার করেছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তিনি শিলখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
তিনি জানান, মনুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াশ ম্যাজিস্ট্রিট আদালতে পাঠানো হয়েছে।