রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এল মোংলা বন্দরে
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পেস্কো ওলগা মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। বিভিন্ন ধরণের বিদ্যুতের মালামাল নিয়ে আসা এ জাহাজটি আজ সোমবার দুপুরে বন্দরের ৬নং জেটিতে ভিড়ে।
জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং-এর অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ১ হাজার ২৯৮ প্যাকেজের প্রায় ২ হাজার ২০০ মেট্রিক টন বিদ্যুৎ এর মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজটি আজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে।
তিনি আরও জানান, আজ দুপুরের পর থেকে মালামাল খালাস কাজ শুরু করা হয়েছে। পরে বন্দর জেটি থেকে সড়ক ও নৌপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।