শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৫, ১৮:০০
শেয়ার :
শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

১১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। আগামী ৯০ দিনের জন্য উল্লেখযোগ্যভাবে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত নেয় দুই দেশ। আজ সোমবার মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন। 

এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বাণিজ্য সংক্রান্ত আলাপ চালাচ্ছে বেইজিং এবং ওয়াশিংটন। এবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সাংবাদিকদের জানান, ‘আমরা ৯০ দিনের একটি বিরতির সিদ্ধান্তে একমত হয়েছি। দুই দেশই তাদের শুল্ক ১১৫ শতাংশ কমাবে।’ তিনি বলেন, দুই দেশই সমতা বজায় রেখে বাণিজ্য করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র সেই পথেই চলবে বলেও জানান তিনি। চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সদর্থক দিকে এগোচ্ছে। 

বিগত কয়েক সপ্তাহ ধরে দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনা বিরাজ করছিল। চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশে নিয়ে যায় যুক্তরাষ্ট্র; কোনো কোনো পণ্যের ক্ষেত্রে মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৪৫ শতাংশে। এই সার্বিক শুল্ক ছাড়াও চীনকে লক্ষ্য করে খাতভিত্তিক শুল্ক আরোপ করা হয়—যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানির ওপর।

চীনের শুল্ক পরিসংখ্যান অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রপ্তানি হয়েছিল ৫০০ বিলিয়ন ডলারের বেশি, যা দেশটির মোট রপ্তানির ১৬.৪ শতাংশ। পক্ষান্তরে বেইজিং ঘোষণা করেছে, তারা ‘শেষ পর্যন্ত’ এই পদক্ষেপের বিরুদ্ধে লড়বে এবং পাল্টা জবাবে আমেরিকান পণ্যের ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, গত বছর চীনে মার্কিন রপ্তানির পরিমাণ ছিল ১৪৩.৫ বিলিয়ন ডলার।

দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছিল অন্যান্য দেশের অর্থনীতিতেও। তাই ৯০ দিনের জন্য স্থগিত রাখার খবর আপাতত স্বস্তি দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে।