চাঁদাবাজিতে জড়িত বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার, অফিসে মিলল দেশীয় অস্ত্র
নাটোরের সিংড়ায় দলের নামে অফিস খুলে চাঁদাবাজির অভিযোগে আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রবিবার রাতে বামিহাল বাজারে ব্যক্তিগত অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, সিংড়া উপজেলা শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধে জড়িত ছিলেন। সেনাবাহিনী তার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। পরে তার অফিসে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।
নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তার মান ক্ষুন্ন করতেই একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে এই হয়রানি করছে।’
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব দাউদার মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি দলের কোনো অনুমোদন ছাড়াই বামিহাল বাজারে ব্যক্তিগত উদ্যোগে একটি অফিস স্থাপন করেছে। দলের পরিচয় বহন করে বিভিন্ন অনিয়ম, বিশৃংখলা, সন্ত্রাস, চাঁদাবাজি, পুকুর দখল, ভূমি দখলসহ বিভিন্ন ভাবে শক্তি প্রদর্শন ও অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত দিনে তার নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের ১০ থেকে ১২টি মামলা রয়েছে। তাকে এলাকার চিহ্নিত সস্ত্রাসী দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।’