কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৬:০৫
শেয়ার :
কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণকালে বক্তব্য দিচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এ সময় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম এবং শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও উদ্বোধন করেছেন তিনি।

পালাখাল উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭০০ শিক্ষার্থীর জন্য খাতা-কলম ও ৩০ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন। এছড়া প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুলগাছ রোপণ করেন।

জানতে চাইলে ইঞ্জিনিয়ার হাবিব বলেন, ‘আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন, জনগণের মন জয় করুন। আমার নেতার আদেশ পালন করতে আমি স্কুলে-স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্ট বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর পাশে থেকে আজীবন কাজ করতে চাই।’

পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান বলেন, ‘অনেক বছরের শিক্ষকতা জীবনে কাউকে দেখলাম না এত সুন্দর শিক্ষা উপকরণ নিয়ে স্কুলে হাজির হতে। তিনি শিক্ষিত মানুষ, তার শিক্ষার প্রতি উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে।’

এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা হবে এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কচুয়ায় শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে কচুয়া আরও সমৃদ্ধ ও সবুজ হয়ে ওঠে।