প্রকাশ্যে চিরকুটের নতুন অ্যালবামের প্রথম গান

বিনোদন প্রতিবেদক
১২ মে ২০২৫, ১৪:৫৭
শেয়ার :
প্রকাশ্যে চিরকুটের নতুন অ্যালবামের প্রথম গান

গেল কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যদিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। আর গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে দেশ-বিদেশে স্টেজ শো চালিয়ে যাচ্ছেন দলটির প্রধান ও ভোকাল শারমিন সুলতানা সুমি।

এদিকে, চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ হয় ২০১০ সালে। এরপর ২০১৩ সালে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ আর ২০১৭ সালে ‘উধাও’। এই দীর্ঘ সময়ে মাত্র ৩টি অ্যালবাম প্রকাশ করেছে তারা। দুই বছর আগে দলটি ঘোষণা দিয়েছিল চতুর্থ অ্যালবামের, নাম ‘পেন্ডুলাম’। অবশেষে সেই ‘পেন্ডুলাম’ বদলে গেছে ‘ভালোবাসাসমগ্র’-এ। গতকাল রবিবার প্রকাশ পেয়েছে চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র প্রথম গান ‘দামি’। গানটি প্রকাশ হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে।

এটিসহ মোট ১০টি গান থাকবে অ্যালবামে। গানগুলো হলো ‘দামি’, ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’।

সুমির ভাষ্য, ‘আমরা অ্যালবামের তিনটি গান মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ করব। বাকি গানগুলো লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হবে। সবগুলো একসঙ্গেই আসবে চলতি সপ্তাহে।’