রাজবাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাধব ঘোষ (৩৫) নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার সাড়ে ৩টার সময় এ অভিযান চালানো হয়।
মাধব ঘোষ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর গ্রামের জীবন চন্দ্র ঘোষের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই রবিউল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া মাংস বাজারের ভাই ভাই গোস্তর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মাধব ঘোষকে ৬১ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।