একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন দুই বোন

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন দুই বোন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী। দুই বোন প্রথমবার একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন নিজেই। আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকালে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরের সম্মাননা প্রদান করা হবে। ওই আসরে সম্মাননা পাচ্ছেন দুই বোন।

মেহজাবীন চৌধুরী বলেন, “আমি তো এর আগেও ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয়। আমার বিশ্বাস, মালাইকা এতে অনুপ্রাণিত হবে। যে কোনো স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ববোধ বাড়ে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।”

‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল দুই বোনকে একই মঞ্চে সম্মাননা জানাতে। তারা আমার এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। চোখের সামনে মেহজাবীনের উত্থান দেখেছি, দেখেছি তার সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে। মালাইকাও বোনের পথেই হাঁটছে। দুজনের সাফল্য কামনা করছি।’