শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গেই আ.লীগ নিশ্চিহ্ন হয়েছে -অ্যাড. জয়নুল আবেদীন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ নিচিহ্ন হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধে রাস্তায় নামার প্রয়োজন নেই। সংস্কারের নামে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয়। আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা চাইÑ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা হোক।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে সারাদেশে হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে। বাড়ির বাইরে থাকতে হয়েছে। ঘুমাতে পারেনি। আপনারা এমন কোনো কাজ করবেন না, যেন জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল বরদাশত করব না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছিল। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আর শেখ হাসিনা পালিয়ে বেড়াতে হচ্ছে। এ কারণে আল্লাহর মাইর দুনিয়ার বাইর, মনে রাখবেন। তারেক রহমানকে নির্যাতন করেছে। নির্যাতনে পরিবার-পরিজন নিয়ে দেশের বাইরে অবস্থান করতে হয়েছে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পরে তিনি কুষ্টিয়া জেলার উদ্দেশে যান। তাকে অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে গাড়িবহর নিয়ে পাংশা পর্যন্ত দিয়ে আসেন।