নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দমন করবে পুলিশ -ডিআইজি
নিষিদ্ধ সংগঠনগুলোর যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। গতকাল রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তা শক্ত হাতে দমন করা হবে। কারও জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না।
ঢাকা রেঞ্জ পুলিশের যে কোনো অপতৎপরতা দমনের সক্ষমতা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা রেঞ্জের অধীনে প্রতিটি থানা-ফাঁড়ি হবে জনগণের। থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। ভুক্তভোগীদের কথা আমি সরাসরি শুনতে চাই, তাদের আইনগত সহায়তা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে।
বিগত সময়ে কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে ডিআইজি বলেন, সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডিআইজি আরও জানান, গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হচ্ছে। সেলে প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তাদের যে কোনো তৎপরতা কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ চলছে। কোনো সংগঠনের বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?