প্রজ্ঞাপনের অপেক্ষা করছে জামায়াত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রজ্ঞাপন দেখার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ রবিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় জামায়াত আমির এ কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, তারা সরকারের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন। সেটি দেখার পর জামায়াত এ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে আরও ভালো হতো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার