জুলাই শহিদদের রক্ত বৃথা যাবে না: হাসান আহমেদ চৌধুরী কিরণ

অনলাইন ডেস্ক
১১ মে ২০২৫, ২০:৪১
শেয়ার :
জুলাই শহিদদের রক্ত বৃথা যাবে না: হাসান আহমেদ চৌধুরী কিরণ

দেশি বিদেশি কোন অপশক্তি যাতে জুলাই অভ্যুত্থানের অর্জনকে ভুলুণ্ঠিত করতে না পারে সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজ রবিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,‘মেধা মননের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নবীণ ও প্রবীণরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকলে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। আর কোন অপশক্তি যেন দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে তার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বিগত সরকারের সকল অন্যায়, দুনীর্তি ও অপশাসনের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। সকল গুম, খুন, হত্যাকান্ডের বিচার করতে হবে। অন্তর্বতীর্কালীন সরকার আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। ’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিনসহ আরও অনেকে।

যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তা ও শালীন মত প্রকাশের চর্চা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক বিতার্কিক এতে অংশগ্রহণ করেছে।